ভারতের চলমান লোকসভা নির্বাচনের পরই বিয়েটা সেরে নেবেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি ও অভিনেতা বনি সেনগুপ্ত কদিন আগে এমন খবর ছড়িয়েছে। সেই মোতাবেক দুই পরিবার নাকি প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কিন্তু বনি জানালেন, এই খবর একেবারে ভিত্তিহীন।
বনি বলেন, ‘খবরটা মিথ্যা। আমি জানি না ওই সংবাদমাধ্যমকে কে বলেছে লোকসভা ভোট শেষ হলেই আমরা বিয়ে করছি। আমার কোনও ধারণা নেই। আমাদের দুজনের কেউ কিন্তু বলিনি।’
বনি-কৌশানির প্রেম দীর্ঘ দিনের। একসঙ্গে হরহামেশাই অবকাশ যাপনে যান তারা। রাখঢাক না করেই সম্পর্ক চালিয়ে নিচ্ছেন তারা। তাহলে বিয়েটা ঠিক কবে? এ প্রশ্নের জবাবে বনি বললেন, ‘২০২৪- এ বিয়ের কোনও প্ল্যানই নেই। তবে আমরা আগামী বছর বিয়েটা করে নেবো আশা করছি। দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা আমাদের ওপরই ছেড়ে দিয়েছে।’
বিয়ের ক্ষেত্রে বনি-কৌশানি দুজনেরই পছন্দ ডেস্টিনেশন ওয়েডিং। এ প্রসঙ্গে অভিনেতার মন্তব্য এরকম, ‘ইচ্ছে তো রয়েছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের। কোডিভের আগে আমরা একবার বিয়ের প্ল্যান করেছিলাম। তখনই ভাবনা-চিন্তা ছিল দুই পরিবার কোথাও বাইরে গিয়ে যদি বিয়েটা সারতে পারি তাহলে মজা হয়। তারপর এসে কলকাতায় সবাইকে নিয়ে রিসেপশন। সেই ইচ্ছেটা এখনও রয়েছে। আমাদের দুজনের খুব পছন্দের জায়গা হল বালি (ইন্দোনেশিয়া) অথবা থাইল্যান্ডের কো সামুই। দেখা যাক কী হয়!’