পাবনা জেলার চাটমোহর উপজেলায় চাটমোহর ডিবেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অপ্রতিরোধ্য ১.০। প্রতিযোগিতায় সারা দেশ থেকে মোট ২৪ টি দল অংশগ্রহণ করে। ২৭ মে ২০২৪ তারিখ বিকাল ৪ টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার এ ফাইনালে সরকারি দল হিসেবে নেভিএন্স ডিবেটিং সোসাইটি এবং বিরোধী দল হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম অংশগ্রহণ করে। এ আয়োজনে চ্যাম্পিয়ন হয় বিরোধী দল তথা বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম এবং সেরা বিতার্কিক হয় নেভিএন্স ডিবেটিং ক্লাবের সদস্য সাকিব হাসান সিফাত। ফাইনাল পর্বের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডিবেট ফোরামের সভাপতি মোনাসিব ফয়সাল তন্ময়, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি আমেনা আক্তার হীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ উজ্জ্বল মিয়া এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।
প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহরের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শরিফ মাহমুদ সরকার সঞ্জু, চাটমোহর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাউর রহমান, অধ্যাপক বায়েজীদ বোস্তামী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেদোয়ানুল হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চাটমোহর ডিবেট ক্লাবের সিনিয়র মডারেটর সাওদা জাহান রিশা।