muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া বিশ্বকাপের নবম আসর ঘিরে উন্মাদনায় মাতোয়ারা গোটা ক্রিকেট বিশ্ব। তবে বিশ্বকাপের এবারের আসরেই দেখা যাবে ২০ দলের অংশগ্রহণ। যেটি যেকোনো আইসিসি ইভেন্টে সবচেয়ে বেশি দেশের অংশগ্রহণ।

রেকর্ডসংখক ২০ দল নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। সহ-আয়োজক হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪ গ্রুপে রয়েছে ৫টি করে দল। নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে উত্তর আমেরিকার দুটি দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা।

টেক্সাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। যুক্তরাষ্ট্রের ৩ আর ওয়েস্ট ইন্ডিজের ৬ ভেন্যুতে হবে বিশ্বকাপের ৫৫ ম্যাচ। ১৪টি ম্যাচের আয়োজক মার্কিনিরা। আর ৪১টি ম্যাচের আয়োজক ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। বাংলাদেশ সময় ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

Tags: