মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
সরকার কর্তৃক নির্ধারিত পণ্য পাটজাত মোড়ক দ্বারা মোড়কজাতকরণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও সরবরাহের দায়ে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ ২২ জুলাই ২০১৬ খ্রি. তারিখ শুক্রবার মোবাইল কোর্ট পরিচালনাকালে পাটজাত মোড়ক ব্যতীত পণ্য বিক্রয়ের দায়ে কটিয়াদি উপজেলার কলেজ রোডের মেসার্স গোপীণাথ ভান্ডার এবং মেসার্স মহিউদ্দিন স্টোর প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল।
উল্লেখ্য, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা ২০১৩ এর তফসিলে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এই ছয় প্রকার দ্রব্য বিক্রয়, বিতরণ ও সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক দ্বারা মোড়কজাতকরণ বাধ্যতামূলক করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২২-০৭-২০১৬ইং/ অর্থ