প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল।
শনিবার (১ জুন) সকাল ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়।
বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও রেলওয়ে স্টেশনের এটিএসআই কার্তিক রায় জানান, বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়।
পরে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেন মশাখালী স্টেশনে এসে দাঁড়ায়। সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে মহুয়া এক্সপ্রেস বগি রেখে ইঞ্জিন গফরগাঁও এসে তিস্তা এক্সপ্রেসের পেছন থেকে ঠেলে স্টেশনে নিয়ে আসে।
বর্তমানে তিস্তা এক্সপ্রেস গফরগাঁও স্টেশনের এক নম্বর লাইনে দাড় করিয়ে দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল করা হয়। এরপর বেলা আড়াইটার দিকে বিকল্প ইঞ্জিন এসে তিস্তা এক্সপ্রেস টেনের বগি নিয়ে ময়মনসিংহের দিকে রওনা হয়েছে বলেও জানান তিনি।