রাজধানীর ভাষানটেকে আলোচিত কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সুমনকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৪ বছর পলাতক থাকার পর রোববার দুপুরে ডিএমপির উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল। গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সুমন কিশোরগঞ্জের অষ্টগ্রামের মৃত নুরুল হক মিয়ার ছেলে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, ভুক্তভোগী তার নানির সঙ্গে ঢাকার ভাষানটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। দুলাভাই মো. সুমন তাকে একা পেলে প্রায়ই উত্যক্ত করত। লোকলজ্জায় কাউকে বিষয়টি বলতে পারত না। ২০১৮ সালের ২৬ মার্চ ভুক্তভোগী তার বোনের বাসা থেকে নানির বাসায় ফেরার পথে দুলাভাই তাকে ধর্ষণ করে।
বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী বাদী হয়ে রাজধানীর ভাষানটেক থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার সুমন দুই বছর জেল হাজতে থাকার পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন।
আসামি পলাতক থাকা অবস্থায় আদালত বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।
ভাষানটেক থানার অফিসার ইনচার্জের অধিযাচনপত্রের পরিপ্রেক্ষিতে র্যাব আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার দুপুর ১টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তাকে ভাষানটেক থানায় হস্তান্তর করা হয়েছে।