muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজশাহীতে শিশুশ্রম নিরসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে শিশুশ্রম নিরসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর অংশ হিসেবে "শিশুশ্রম নিরসন" বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রাজশাহী ‌। সেমিনারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহী এর উপমহাপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।

এছাড়া, সেমিনারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, প্রাণ এগ্রো লিমিটেড, এসএমসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

সেমিনারে বক্তারা শিশুশ্রমের কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিশুশ্রমের জন্য আর্থিক অসচ্ছলতা, বৃহৎ পরিবার, পারিবারিক ভাঙণ, বেকারত্ব, সস্তা শ্রম, শিক্ষা ও সচেতনতার অভাবকে দায়ী করা হয়। সেমিনারে বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম কমেছে। তবে সার্বিকভাবে ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম সম্পূর্ণভাবে নির্মূলের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

Tags: