রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে প্রবীণদের পুষ্টির উপর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ জুন ২০২৪ তারিখ ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস (এনএনএস)ও ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস)-এর আয়োজনে পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, রাজশাহী বিভাগ, রাজশাহী এর সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল, বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা ও পুলিশ সুপার (অপারেশন্স) রাজশাহী রেঞ্জ, মনিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী বিভাগ, ডা. মো: আনোয়ারুল কবীর। , এছাড়া সভায় বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জনবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।