muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

উগান্ডাকে ৪০ রানে গুঁড়িয়ে দিয়ে জয়ে ফিরল নিউজিল্যান্ড

উগান্ডাকে ৪০ রানে গুঁড়িয়ে দিয়ে জয়ে ফিরল নিউজিল্যান্ড

উগান্ডাকে ৪০ রানে অলআউট করে জয়ে ফিরল নিউজিল্যান্ড ক্রিকেট দল। টানা দুই ম্যাচে আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড।

শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে উগন্ডার বিপক্ষে ৯ উইকেটের শান্তনার জয় পায় কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ক্রিকেট দল।

এদিন ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদের কিংবদন্তি ব্রায়ান লারা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩২তম ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-উগান্ডা।

আগে ব্যাট করতে নেমে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনারের গতির মুখে পড়ে ১৮.৪ ওভারে ৪০ রানেই অলআউট হয় উগান্ডা। দলের হয়ে একজন ব্যাটসম্যান ছাড়া অন্যরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।

টার্গেট তাড়া করতে নেমে ওপেনার ফিন অ্যালানের উইকেট হারিয়ে ৩২ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এই জয়ে তেমন কোনো লাভ হয়নি কিউইদের। তার আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের।

Tags: