muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ময়মনসিংহের ফুলপুরে ঈদুল আযহার দ্বিতীয় দিনে 'শত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে' গত ১৮ জুন ২০২৪ মঙ্গলবার বিকাল ৩ টায় ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস সির ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে।

এসময় পাইলটিয়ান এস.এস.সি ব্যাচ ২০০০ এর পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক (অবঃ), মোঃ আবু রায়হান তালুকদার, সহকারী প্রধান শিক্ষক (অবঃ), মোঃ মতিউর রহমান, সহকারী শিক্ষক (অবঃ), অজিত চন্দ ধর সহকারী শিক্ষক (অবঃ), মাওলানা মোঃ গিয়াসউদ্দিন, সহকারী শিক্ষক (অবঃ), নওয়াব আলী সহকারী শিক্ষক (অবঃ), প্রদীপ চন্দ্র সরকার, সহকারী শিক্ষক (অবঃ), নির্মল চন্দ্র ঘোষ, সহকারী শিক্ষক (অবঃ), এ.কে.এম মুর্শিদুল আলম, সহকারী শিক্ষক, উম্মে সালমা, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মহোদয়ের এর সভাপতিত্বে কবি এস.এম বিল্লালের কাব্যিক সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলো আয়োজক কমিটির সদস্য রোমেন, ফজলু, ইকবাল, রিজোয়ান, শাওন, শাহানশাহ্, রুবেল, আফজাল, সাদেক, মির্জা ইমরান, এস.এম বিল্লাল এবং ভিডিও কলে যুক্ত হয় প্রবাসী বন্ধু তুহিন। এছাড়াও বন্ধুদের মাঝে মিজান, জিকু, সাকু পরিতোষ, রাজীব, টুটুল, মাহাবুব, বাশার, বদরুল, রেজাউল, সজল, প্রশান্ত, অপু, হাসনাহেনা রিক্তা, মর্জিনা মনি, ফরিদ, সজীব, বুলবুল, এই ব্যাচের বন্ধু ফুলপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সবুজ, রাজ্জাক, সুমন চন্দ্র দাশ, ইয়াসীন সহ প্রায় তাদের পঞ্চাশ জন বন্ধু।

অনুষ্ঠানে শিক্ষকরা বক্তৃতার সময় আবেগতারিত হয়ে পরেন, এধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশংসা করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে আশরাফুল কবির শাহানশাহ্ ভবিষতে আরো বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে প্রয়াত শিক্ষক ও বন্ধুদের উদ্দেশ্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tags: