বিনোদন ডেস্কঃ বলিউড নির্মাতা এবং চিত্রনাট্যকার মাহমুদ ফারুকি বিরুদ্ধে একজন আমেরিকান নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ৩০ জুলাই শনিবার, সেই অভিযোগের প্রেক্ষিতে ফারুকিকেই দোষী সাব্যস্ত করেছে দিল্লি কোর্ট। ফলে জামিনে থাকা এই পরিচালককে গ্রেফতার করা হয়েছে।
২০১৫ সালের ১৯ জুন একজন আমেরিকান গবেষক দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ড থানায় ফারুকির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছিলেন। এরপর এ নির্মাতাকে গ্রেফতার করা হয় এবং ছয় দিনের পুলিশ হেফাজতে রাখা হয়। এরপর জামিনে মুক্তি পান তিনি।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ৩৫ বছর বয়েসী এই গবেষিকা বিশেষ প্রয়োজনে ফারুকির দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ, দিল্লির শুকদেব বিহারে নিজের বাড়িতে গবেষণায় সহায়তার করার জন্য ডেকে পাঠিয়ে পরিচালক তাকে ধর্ষণ করেন। জানা যায়, ধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত বছরের ২৮ মার্চ।
সেই মামলার প্রেক্ষিতেই এবার পরিচালককে দোষী সাব্যস্ত করল আদালত। ২ আগস্ট সাজা ঘোষণা করবে আদালত।
মাহমুদ ফারুকি বলিউড সিনেমা পীপলি লাইভ এর সহকারী পরিচালক ছিলেন। তিনি সিনেমাটির পরিচালক আনুশা রিজভীর স্বামী। একটি কৃষকের আত্মহত্যাকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক কাহিনি নিয়ে নির্মাণ করা হয় এ সিনেমা। পীপলি লাইভ সিনেমাটি প্রযোজনা করেছিলেন বলিউড অভিনেতা আমির খান।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /৩০- ০৭-২০১৬ ইং/মো:হাছিব