muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সাকিবের ‘ফিফটি’

প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সাকিবের ‘ফিফটি’

টি-টোয়েন্টি বিশ্বকাপটা সাকিব আল হাসান খেলতে এসেছিলেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে। তারপরেও সামনে ছিল মাইলফলক গড়ার হাতছানি। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ৫০ উইকেট পূর্ণ করতে সাকিবের দরকার ছিল তিন উইকেট। নেপালের বিপক্ষে ম্যাচে পেয়েছিলেন দুই উইকেট। বাকি উইকেট পূর্ণ করলেন আজ।

অ্যান্টিগায় ভারতের বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ৫০ উইকেট পূর্ণ করেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ৪২তম ম্যাচে এসে পূর্ণ করলেন মাইলফলক।

দ্বিতীয় ওভার করতে এসে প্রথম ৩ বলে সাকিব দিয়েছিলেন ১০ রান। লেংথ কমিয়ে এনেছিলেন, তাতেই কাজের কাজ হয়েছে। জায়গা নিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন রোহিত। মিড অফে ক্যাচটি নিয়েছেন জাকের আলী।

এখন পর্যন্ত আইসিসির বিশ্বকাপ ইভেন্টে এটি সাকিবের ৯৩তম উইকেট। তার ওপরে এই তালিকায় আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। অজি তারকার উইকেট ৯৫টি। মালিঙ্গার উইকেট সংখ্যা ৯৪।

Tags: