muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজশাহীতে সনদ ও ভাতা পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীরা

রাজশাহীতে সনদ ও ভাতা পেলেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীরা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণায়লয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ‘শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’-এর অর্থায়নে রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তর এবং ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, রাজশাহী এর আয়োজনে ও ব্যবস্থাপনায় ফ্রিল্যান্সিং তৃতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৫ জুন মঙ্গলবার বিকাল ৪:৩০ টায় রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে সনদপত্র ও ভাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব। এছাড়া ই-লার্নিং ট্রেনিং সেন্টার, রাজশাহী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্নকারী ৪০ জন আত্মপ্রত্যয়ী যুবক-যুবনারী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, শিক্ষিত যুবক-যুবনারীদের বেকারত্ব দূর করে তাদেরকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ (ই-লার্নিং এন্ড আর্নিং) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, এ প্রকল্পের আওতায় বেকারত্ব দূরীকরণে ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে প্রতি ব্যাচে ৪০ জন করে শিক্ষিত যুবক-যুবনারী প্রশিক্ষণার্থী হিসেবে ভর্তি করা হয়। প্রশিক্ষণের শুরুতেই প্রশিক্ষার্থীদের মাঝে স্ব স্ব ল্যাপটপ বহন করার জন্য উন্নত মানের একটি করে ব্যাগ, কলম ও নোট খাতা প্রদান করা হয়। এতে প্রশিক্ষণার্থীদের ৩ মাসে ফ্রিল্যান্সিং বিষয়ে ৭৫টি ক্লাস করানো হয়। আর প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা বাবদ প্রতিজনে ১৩ হাজার ১০০ টাকা করে (ভ্যাট/ট্যাক্স বাদে) প্রদান করা হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের ফ্রিল্যান্সিং প্রথম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে।

Tags: