কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আমিন সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন আমিন ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।
রবিবার, ৩০ জুন রাতে করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নতুন এ কমিটির নাম পদবি ঘোষণা করেন কিশোরগঞ্জ জেলা আমিন সমিতির সাবেক সভাপতি মনিরুজ্জামান মজিদ।
নব-গঠিত কমিটিতে অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মাসুক আলম, সহ-সাধারণ সম্পাদক পদে ইমরান, সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ূন করিম, সহ- সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ পদে আঃ কদ্দুছ, ধর্ম সম্পাদক পদে তৌহিদ সরকার, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ রমজান, প্রচার সম্পাদক পদে মোঃ সোহরাব, দপ্তর সম্পাদক পদে মোঃ রাজন প্রমূখ।
সর্বসম্মতিক্রমে আমিন সোহরাব হোসেন সবুজ, আমিন মোঃ নূরুল ইসলাম বাহাদুরপুরী, আমিন আশরাফুজ্জামান কাঞ্চন, আমিন শাহ মনিরুজ্জামান মজিদ, আমিন মোঃ হাবিবুর রহমান হাবুকে সমিতির উপদেষ্টা মনোনীত করা হয়।