সোহানুর রহমান সোহান ,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় ১ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে । আহত হয়েছে ১ জন । নিহতের নাম হাজি মোঃ শাহিন (৪৫) । সে ভৈরবের শিবপুর ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া গ্রামের মৃত জজ মিয়ার ছেলে এবং ভৈরব সু ম্যাটেরিয়াল মালিক সমিতির সভাপতি । ঘটনার পর পরই স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে । খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ চালককে আটক করে হাইওয়ে থানায় নিয়ে যায় । আটককৃত চালকের নাম সিরাজ মিয়া বলে জানা যায় । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরবের পানাউল্লারচর নামক স্থানে নেত্রকোণা থেকে ছেড়ে আসা গাছ বোঝায় ট্রাকটি ভৈরবগামী মোটরসাইকেলটিকে পিছনে থেকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায় এবং পিছনে বসা আরোহী আহত হয় । এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সাজু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।