muktijoddhar kantho logo l o a d i n g

পাকুন্দিয়া

এক মাস পর সৌধি প্রবাসীর লাশ দেশে, পারিবারিক কবরস্থানে দাফন

এক মাস পর সৌধি প্রবাসীর লাশ দেশে, পারিবারিক কবরস্থানে দাফন

মোকারিম হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ হৃদক্রিয়া বন্ধ হয়ে সৌধি আরবে মৃত্যুবরণ করা মোঃ রফিকুল ইসলাম এর মরাদেহ দেশে আনা হয়েছে।

সোমবার ( ৮ জুলাই) সকাল ৮ঘটিকায় সৌধি থেকে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ পৌঁছে। আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯ঘটিকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। বিমানবন্দরে লাশটি গ্রহণ করেন মোঃ রফিকুল ইসলামের চাচা তারাকান্দি বাজার বনিক সমিতির সভাপতি জাকির হোসেন। মরহুমের লাশ নিয়ে গ্রামের বাড়িতে স্বজনরা আসেন দুপুর ১টায়। এ সময় স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

মোঃ রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের মরহুম মাহমুদুর রহমান ফিরোজ এর বড় ছেলে।

একই দিন আছর এর নামাজের পর তারাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের চাচা তারাকান্দি বাজার বনিক সমিতির সভাপতি জাকির হোসেন জানান, মোঃ রফিকুল ইসলাম আনুমানিক ৫/৬ বছর পূর্বে জীবিকার তাগিদে সৌধিতে পাড়ি জমান। মাঝে একবার বাড়িতে আসেন। গত এক মাস আগে হটাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে মোঃ রফিকুল ইসলামের মৃত্যুর সংবাদ পায়। দীর্ঘ এক মাস আটদিন পর আজ মরহুমের লাশ আমরা বিমানবন্দর থেকে গ্রহণ করি। মৃত্যু কালে তিনি এক স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Tags: