muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

স্কুলছাত্র হত্যায় : তিন ভাইসহ চারজনের মৃত্যুদণ্ড

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ
শেরপুরে ঝিনাইগাতীতে স্কুলছাত্র বিল্লাল হোসেন (১৬) হত্যা মামলার রায়ে তিন ভাইসহ চারজনকে  মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার  বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ঝিনাইগাতী উপজেলার কোনাগাও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবু জাফর সুরুজ (৫৫), মনিরুজ্জামান হান্নান ওরফে মেন্দা (৩২) ও দুদু মিয়া (৪৫) এবং আবু জাফর সুরুজের ছেলে আল আমিন (২০)।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৩ মে সাজাপ্রাপ্তরা প্রতিবেশী নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ৮ মে প্রতিবেশী রব্বানী মিয়ার স্যানিটারি ল্যাট্রিনের ভেতর থেকে বিল্লালের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের পিতা ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ ওই বছরের ৩১ আগস্ট ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। বিচার চলাকালে এক আসামির মৃত্যু হলে তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১ – ০৮-২০১৬ ইং/মো:হাছিব

Tags: