muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

এবারই প্রথম সবাই একবার চোখ মুছলো এনডিসি মোমেনার জন্য!

মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কমিশনার মোছাঃ মোমেনা আক্তার স্টেশন পরিবর্তন হওয়ায় প্রশাসন ভবন স্তব্ধ। হাতে রুমাল দেখা গেল পিয়ন, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাসহ এমনকি এডিসি জেনারেল তরফদার মোঃ আক্তার জামিল। নেজারত শাখার কর্মচারী রুবেল মিয়ার সাথে কথা বলতে গেলে সে কথা বলতে পারে না। কান্নার সুরে শুধু বলে- আমার কথা বলার মতো আর কেউ থাকল না। আমার পারিবারিক সকল বিষয়াদি তার সাথে শেয়ার করতাম। তিনিও আমার খোঁজ-খবর রাখতেন। ম্যাডামের কাছে কোন ফাইল আসলেই ২ মিনিটের ভিতর কাজ শুরু করে দিতেন। ওনার সময় ৭ জনের পদোন্নতি হয়। কারো কোনো উপহারের প্রয়োজন পড়েনি। ম্যাডাম ১০০% সৎ, গত ১০ জুন ২০১২ খ্রিঃ তারিখ থেকে আজ ৩ আগস্ট ২০১৬ খ্রিঃ কর্মদিবসে প্রশাসন ভবনকে মায়ার জালে বেঁধে নিয়েছেন। তার আমলে মহামান্য রাষ্ট্রপতির আগমন, জাতীয় দিবস, প্রশাসনিক কার্যাদি, মন্ত্রণালয়ের নির্দেশনাবলী সবসময়ই সতর্কতার সহিত সঠিক সময় কাজ করাই ছিল তার একান্ত প্রয়াস। ৩৯তম এনডিসি হিসেবে প্রথম সমস্ত কর্মচারীদের মধ্যে নাড়া পড়ল কেউ একজন স্টেশন ত্যাগ করছেন। ঊনি হলেন- জনসেবা প্রশাসনে নেজারত শাখার মহৎ ব্যক্তি ও গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে শ্রেষ্ঠ ম্যাজিস্ট্রেট হিসেবে পুরস্কারপ্রাপ্ত এনডিসি মোমেনা আক্তার। তাকে হারিয়ে তথ্য সংগ্রহকারী সাংবাদিক, সাধারণ জনতা ও সুধীজন সকলেই আবেগে আপ্লুত হয়ে একবার চোখ মুছলেন।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-০৮-২০১৬ইং/ অর্থ

Tags: