কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের হামলা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবাদে শহরে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার ( ১৬ জুলাই ) দুপুরের দিকে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সারা দেশের মতো সকালে ১১ টার দিকে কলেজের সামনে স্মৃতিসৌধ এলাকায় সমাবেশ শুরু করে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিছিলের প্রস্তুতি নেয়।
এ সময় বেলা পৌনে বারোটার দিকে হামলা চালায় জেলা ছাত্রলীগ। এ নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় ইটপাটকেল ও লাঠির আঘাতে কয়েকজন সামান্য আহত হয়।
এক পর্যায়ে ছাত্রলীগকে ধাওয়া করে হটিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে শহরে লাঠি মিছিল বের করে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কলেজ ক্যাম্পাসে গিয়ে অবস্থান নেয়।
এদিকে যে কোন পরিস্থিতি মোকাবিলায় শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।