muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন

যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। এর একপর্যায়ে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়া হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাছাকাছি অবস্থান করলেও নিরাপত্তার অভাবে কাছে যেতে পারছে না।

বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনার সূত্রপাত হয়। যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এরপর থেকে পুলিশ, আওয়ামী লীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। এ সময় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়া হয়।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে টোল প্লাজা বন্ধ থাকায় হানিফ ফ্লাইওভার দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ। এর আগে যাত্রাবাড়ী থানায় হামলার ঘটনাও ঘটে।

যাত্রবাড়ী থানার সামনে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট রওনা হলেও পুলিশ প্রটেকশনের অভাবে পৌঁছতে পারছে না।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব, পুলিশ ও বিজিবি কাজ করছে। সেইসঙ্গে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুড়ে কোটা আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, টোল প্লাজায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে পুলিশ প্রটেকশনের অভাবে রাস্তায় আটকে আছে।

যাত্রাবাড়ী থানার এসআই আমিনুল হক বলেন, টোলপ্লাজায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। ধাওয়া-পাল্টা-ধাওয়া হচ্ছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

Tags: