কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (৪ আগস্ট) দিনব্যাপী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মুবিন মিয়া (২৮) নামের এক যুবক মারা গেছেন। নিহত মুবিন মিয়া সদর উপজেলার কর্শাকড়িয়াল গ্রামের দিলু মিয়া ছেলে।
শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম টিটুর খরমপট্রী বাসায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে দুইজন দগ্ধ হয়ে নিহত হয়েছেন। এরা হলেন- বাসার কেয়ারটেকারের স্ত্রী অঞ্জনা বেগম। অন্য একজন অজ্ঞাত।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।