গাজীপুর জেলা কারাগারে গোলাগুলির খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে এই গোলাগুলি শুরু হয়।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'হঠাৎ কারাগারে গোলাগুলি শুরু হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আমি খুব ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানানো হবে।'
এদিকে কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের ভেতরে ১৩ জন কারারক্ষী এবং তিনজন কয়েদি গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে, গাজীপুর জেলা কারাগারে গোলাগুলির শব্দ আতঙ্কে রয়েছে এলাকায় সাধারণ মানুষ ও পথচারীরা।
Tags: