muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

গুলশান জঙ্গি হামলা : জবানবন্দি ৩ হোটেল কর্মচারীর

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক :

রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা ওই হোটেলের কর্মচারী ছিলেন। ঘটনার সময় ওই তিনজন বাথরুমে ঢুকে জীবন বাঁচিয়েছিলেন বলে জবানবন্দিতে জানান।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসানের আদালতে শাহরিয়ার, হাকিম আহসান হাবীবের আদালতে সুহিন ও হাকিম মারুফ হোসেনের আদালতে শিশির জবানবন্দি প্রদান করেন।

উল্লেখ্য, গত ১ জুলাই কূটনৈতিক এলাকা গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা করে এবং দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে।

এ সময় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪০৮২০১৬ইং/নোমান

Tags: