আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৩ ভঙ্গ করে বিজ্ঞাপন প্রচারের দায়ে পাঁচ দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ০৫ আগস্ট ২০১৬ খ্রি. তারিখ শুক্রবার মোবাইল কোর্ট পরিচালনাকালে সদর উপজেলার হাজিরগল এলাকার মায়ের দোয়া স্টোরকে দুই হাজার টাকা, নীলগঞ্জ বাজারের জুয়েল স্টোর ও ওমর ফারুক স্টোর প্রত্যেককে পাঁচ হাজার টাকা এবং নীলগঞ্জ স্টেশন ঘাট এলাকার শাহাজাহান স্টোর ও কাশেম স্টোর প্রত্যেককে এক হাজার টাকা করে সর্বমোট চৌদ্দ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল।
উল্লেখ্য, উক্ত আইনের ৫ এর (ছ) ধারায় তামাকজাত দ্রব্যেও বিক্রয়স্থলে যে কোন উপায়ে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৮-২০১৬ইং/ অর্থ