muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

হুইল চেয়ারের পর এবার মাসিক ভাতার ব্যবস্থা হলো প্রতিবন্ধী রুনার

আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ

হুইল চেয়ারের পর এবার মাসিক ভাতার ব্যবস্থা হলো প্রতিবন্ধী রুনার। বরিশালের এ্যাডভোকেট সৌমেন্দ্র লাল চন্দ এবং তার স্ত্রী শান্তা চন্দ রুনার পড়াশুনা বাবদ এখন থেকে প্রতিমাসে তিন হাজার টাকা প্রদান করবেন।

উল্লেখ্য, একটি হুইল চেয়ারের জন্য স্কুলে যেতে পারছিল না কিশোরগঞ্জের মহিনন্দের মৃত আব্দুল মোতালিবের প্রতিবন্ধি কন্যা রুনা। ঘটনাটি উল্লেখ করে প্রতিবন্ধি রুনার ছবিসহ নিজেদের ফেইজ বুকে একটি পোষ্ট দেন দৈনিক আজকের জীবনের সাংবাদিক জনাব শফিক কবীর ও বিজয় টিভির জেলা প্রতিনিধি জনাব তানভির হায়দার ভুঁইয়া।

বিষয়টি কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল এর নজরে আসলে তিনি বেসরকারী সংস্থা এমডিপি’র মাধ্যমে রুনার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। গত ২৫ জুলাই ২০১৬ তারিখ রুনাকে হুইল চেয়ার হস্তান্তরের বিষয়টি কয়েকটি স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত হলে ঘটনাটি পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৌমেন্দ্র লাল চন্দ এবং তার স্ত্রী শান্তা চন্দ এর নজরে আসে। রুনার পড়াশুনা বাবদ তারা প্রতিমাসে তিন হাজার টাকা করে প্রদান করার ইচ্ছা প্রকাশ করেন। সৌমেন্দ্র লাল চন্দ দৈনিক সমকালের প্রতিনিধি সাইফুল হক মোল্লা দুলু এর মাধ্যমে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল সাথে যোগাযোগ করেন।

অদ্য ০৫ আগস্ট ২০১৬ তারিখ রুনার বাড়িতে যেয়ে তার হাতে প্রথম মাসের তিন হাজার টাকা তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তিযোদ্ধার কন্ঠকে বলেন, রুনার জন্য একটি ব্যাংক একাউন্ট খোলার ব্যবস্থা করা হবে যাতে টাকাটি সরাসরি উক্ত একাউন্টে জমা হয়। এ সময় তার সাথে রুনার মা, দৈনিক আজকের জীবনের সাংবাদিক জনাব শফিক কবীর, সাংবাদিক  আমিন সাদী, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৮-২০১৬ইং/ অর্থ

Tags: