muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

গণহত্যার বিচারের দাবিতে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ-অবস্থান কর্মসূচি

গণহত্যার বিচারের দাবিতে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভ-অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার দাবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বুধবার (১৫ আগস্ট) বেলা ৩টা থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান রাস্তা ঘুরে পাটমহল সংলগ্ন পৌর বিএনপির কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কেন্দ্রীয় বিএনপি নির্দেশে এ কর্মসূচি পালন করে তারা।

করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল'র সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন সরকারের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম ভিপি সুমন।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুনু দরবারী, শ্রম বিষয়ক সম্পাদক বাবুল দেওয়ান, গুজাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুতাকাব্বির আজাদ,

উপজেলা যুবদলের সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফ, হামিদুল ইসলাম কামরুল, মশিউর রহমান মিশুক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মাহফুজ, আহমেদ হিমেল হিমু, করিমগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রাশেদ আল রশিদ, সদস্য সচিব আমিনুল ইসলাম এবি, জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেকান্দর।

এসময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা মৎসজীবী দলের সহ-সভাপতি আবু বাক্কার উসমান গনি, সাধারণ সম্পাদক দীন ইসলাম দিনু, সিনিয়র সহ সম্পাদক মোঃ এখলাস মিয়া, পৌর মৎসজীবী দলের সভাপতি মেনু খন্দকার, সাধারণ সম্পাদক ফেরদৌস মিয়া, সাংগঠনিক সম্পাদক উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, সদস সচিব মোঃ মেহেদুল ইসলাম, যুগ্ন আহৃবায়ক মোঃ আব্দুল ওয়াহাব, মোঃ শাহরিয়ার শফিক, মোঃ মামুন মিয়া, মোঃ কাঞ্চন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন, যুগ্ন আহৃবায়ক মাসুদ রানা কামাল, জেলা তাঁতী দলের যুগ্ন আহৃবায়ক তরিকুল ইসলাম তপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহৃবায়ক মতিউর রহমান রিপন, বর্তমান সদস্য সচিব মোতাহার হোসেন রাকিব আকুঞ্জী, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জহিরুল ইসলাম রানা, যুগ্ন আহৃবায়ক নুরুল্লাহ, পৌর

ছাত্রদলের আহৃবায়ক আশফিক শাহরিয়ার তুছিব, সদস্য সচিব আশরাফুল ইসলাম প্রান্ত, যুগ্ন আহৃবায়ক নাহিদ ভূইয়া, মনির কাঞ্চন, বেলায়েত হোসেন রানা, কলেজ শাখা ছাত্রদলের আহৃবায়ক ওবায়দুল হক মুন্না, সদস্য সচিব হৃদয় হাসান বাবু প্রমূখ।

বক্তব্যে সাইফুল ইসলাম ভিপি সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। এছাড়া যে সমস্ত কর্মকর্তা কর্মচারী এ গণহত্যার সাথে জড়িত তাদের তিনি শাস্তি দাবি করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে যে সমস্ত দুষ্কৃতকারী অপচেষ্টা করছে তাদের প্রতিহত করার জন্য হুশিয়ারী উচ্চারণ করেন।

হাজী আশরাফ হোসেন পাভেল বলেন, ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। এতদিন যে গুম, খুন অবিচার হয়েছে তার বিচার করতে হবে।

Tags: