muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

আয়োডিনবিহীন লবন বিক্রির দায়ে দুই জনকে জরিমানা

আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ

আয়োডিনবিহীন লবন বিক্রির দায়ে কিশোরগঞ্জের সদর উপজেলার দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ ০৫ আগস্ট ২০১৬ খ্রি. তারিখ শুক্রবার মোবাইল কোর্ট পরিচালনাকালে আয়োডিনবিহীন লবন বিক্রয় এর অপরাধে সদর উপজেলার নীলগঞ্জ বাজারের ওমর ফারুক স্টোরকে পাঁচ হাজার টাকা এবং নীলগঞ্জ স্টেশন ঘাট এলাকার জয়নাল স্টোরকে দুই হাজার টাকা করে সর্বমোট সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল। উক্ত দুই দোকানে রক্ষিত লবন বিসিক কর্তৃক সরবরাহকৃত কিট দ্বারা পরীক্ষা করে তাতে আয়োডিন পাওয়া যায়নি। অভিযান পরিচালনাকালে বেশ কিছু আয়োডিনবিহীন লবন জব্দ করে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, আয়োডিন অভাবজনিত রোগ প্রতিরোধ আইন, ১৯৮৯ অনুযায়ী আয়োডিন মিশ্রিত লবণ ব্যতীত লবন উৎপাদন, বিক্রয়, গুদামজাত, বিতরণ ও প্রর্দশন নিষিদ্ধ করা হয়েছে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৮-২০১৬ইং/ অর্থ

Tags: