muktijoddhar kantho logo l o a d i n g

লাইফ স্টাইল

যৌথ অংশীদারিত্বে যাত্রা শুরু করেছে ‘এনএনআই নলেজ হোম’

লাইফস্টাইল ডেস্ক :

নেসলে নিউট্রিশন ইন্সটিটিউট (এনএনআই) এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের (এইচএফআরসিএমসিএইচ) যৌথ অংশীদারিত্বে যাত্রা শুরু করেছে ‘এনএনআই নলেজ হোম’। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্পূর্ণ অবকাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে ২০ জুন ‘এনএনআই নলেজ হোম’- এর উদ্বোধন করা হয়।

সাধারণ মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা দেয়ার মহৎ লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা হয় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকেই হাসপাতালটি মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে এর খ্যাতি বজায় রেখে চলেছে। স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞান ভিত্তিক জ্ঞান সবার সঙ্গে ভাগ করে নেয়া ও জ্ঞানের সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে ‘এনএনআই নলেজ হোম’ প্রতিষ্ঠা ও এর কার্যক্রমে সহযোগিতা করছে এনএনআই।

‘এনএনআই নলেজ হোম’ উদ্বোধন ও এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এ উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যেতে গঠিত হয়েছে বিশেষ কমিটি। এ কমিটির সদস্যরা ধারাবাহিকভাবে চিকিৎসা বিষয়ক শিক্ষা প্রদানে প্রতিমাসে এনএনআই ওয়েবসাইটে প্রাসঙ্গিক বিষয়ে তথ্য আপলোড করে আসছে। হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসকগণ পুষ্টি বিষয়ক জ্ঞান বিকাশে নিয়মিত এনএনআই ওয়েবসাইট ভিজিট করেন। প্রতিদিনকার চিকিৎসা সেবা বিষয়ে তাদের নানা তথ্য দিয়ে সহায়তা করে আসছে এনএনআই ওয়েবসাইট। এছাড়াও এ ওয়েবসাইট শিশুর সঠিক পুষ্টি ব্যবস্থাপনা নিয়ে ডাক্তারদের সঠিক  সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

‘এনএনআই নলেজ হোম’- এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক (ড.) মো. মনিরুজ্জামান ভূঁইয়া, চীনে নেসলের রিজিওনাল বিজনেস হেড বিনু জ্যাকব, দক্ষিণ এশিয়ার রিজিওনাল বিজনেস হেড ফ্যাব্রিস ক্যাভেলিন এবং নেসলে বাংলাদেশের নিউট্রিশন ডিরেক্টর লুক জন গোমেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘এনএনআই নলেজ হোম’ কমিটির সভাপতি অধ্যাপক (ড.) মো. মনিরুজ্জামান ভূঁইয়া এনএনআই ওয়েবসাইটের গুরুত্ব বোঝাতে গিয়ে এটাকে বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ‘এনএনআই নলেজ হোম’ প্রতিষ্ঠার গুরুত্বারোপ করে বলেন ‘এনএনআই নলেজ হোম’ হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালে সবার মাঝে পুষ্টি বিষয়ক জ্ঞানের আলো ছড়িয়ে দিতে কাজ করবে’।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৬-০৮-২০১৬ইং/শফিক রোমান

Tags: