বিনোদন
গত বছর চারেক ধরে বলিউডের সিনেমার গান দিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন ‘আশিকি-২’ ছবিতে গান গেয়ে রাতারাতি তারকা শিল্পী বনে যাওয়া অরিজিৎ সিং। শীর্ষস্থানে অবস্থান করলেও ইদানিং একের পর এক সিনেমায় গাওয়ার সুযোগ হারাচ্ছেন তিনি। গত মাসে বলিউডের ইতিহাসে জায়গা করে নেয়া সিনেমা ‘সুলতান’-এ গাওয়ার সুযোগ হারানোর পর এবার অরিজিৎ সিং গাওয়ার সুযোগ হারালেন ‘এ ফ্লাইয়িং জেট’ সিনেমার গানেও!
এক্সপ্রেস ট্রিবিউনের মতে প্রখ্যাত নির্মাতা রেমো ডি’সুজার আলোচিত সুপার হিরো সিনেমা ‘অ্যা ফ্লাইয়িং জেট’-এ গাওয়ার কথা অরিজিৎ সিংয়ের। কিন্তু শোনা যাচ্ছে, অদৃশ্য কারো ইশারায় সেই সিনেমায় গাইতে পারছেন না অরিজিৎ সিং। আর অরিজিতের জায়গায় সেই ছবির গানে কণ্ঠ দিবেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম।
অন্যদিকে ‘অ্যা ফ্লাইয়িং জেট’-এর মিউজিক স্কোরের দায়িত্বে থাকা শচীন-জিগার অবশ্য এই ছবির গানে অরিজিৎ সিংয়ের কণ্ঠ দেয়ার বিষয়টিই প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবী, অরিজিতের এই ছবিতে গাওয়ার কথায় ছিল না।
এই বিষয়ে অরিজিতের বরাত দিয়ে তার কাছের এক বন্ধুর বক্তব্য ছাপিয়েছে মিড ডে। ‘অ্যা ফ্লাইয়িং জেট’ বিষয়ে অরিজি’ নাকি বলেছেন যে, সারা জীবন নিজের জায়গা কেউ ধরে রাখতে পারে না। কেউ না কেউ সেই জায়গাটা দখল করবেই।
তাহলে কি বলিউডে নিজের পতন মেনেই নিলেন অরিজিৎ? তবে তার এই কষ্টের বিষয়টিকে যদি মাস খানেক আগে সুপারস্টার সালমানের ‘সুলতান’ থেকে অরিজিতের গাইতে না পারার সুযোগ থেকে ছিটকে পড়ার ঘটনার সাথে মেলাতে চান, তাহলে হয়তো একটা সমাধান আপাতত পাওয়া যাবে। কারণ, বলিউডের সিনেমা থেকে অরিজিতের বারবার গাইতে না পারার বঞ্ছনার সঙ্গে সালমানের যে একটি যোগসূত্র রয়ে গেছে!
সুপারস্টার অভিনেতা সালমান খানের সাথে বিরোধ সেই গত বছর থেকে। এরপর থেকেই বহুবার নিজের ভুল বুঝতে পেরে সালমানের কাছে ক্ষমা চাওয়ার রাস্তা খুঁজেছেন অরিজিৎ। গত কয়েক মাস ধরেই তিনি সালমানের সাথে সাক্ষাতের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অবশেষে ‘সুলতান’ মুক্তির আগে সালমানের সাক্ষাৎ না পেয়ে ফেসবুকে নিজের দোষ স্বীকার করে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন অরিজিৎ।
সেখানে সালমানের সাথে কোনো অশোভন আচরণ করে থাকলে ক্ষমা চান তিনি। কিন্তু সালমান শুনেনি অরিজিতের আরজি। উল্টো ক্ষোভবশত ‘সুলতান’-এ অরিজিতের ‘জাগ ঘুমিয়ে’ গানটি গাওয়ার কথা থাকলেও সালমানের নির্দেশে অরিজিৎকে গাইতে না দিয়ে সেটা গাওয়ানো হয় পাকিস্তানি কাওয়ালি শিল্পী রাহাত ফতেহ আলী খানকে দিয়ে। আর এবার শোনা যাচ্ছে, মুক্তির প্রতীক্ষায় থাকা জনপ্রিয় নির্মাতা রেমো ডি’সুজার আলোচিত সিনেমা ‘অ্যা ফ্লাইয়িং জেট’-এও গাওয়ার তালিকা থেকে বাদ পড়লেন অরিজিৎ! তাহলে বলিউডে শীর্ষস্থানীয় শিল্পী অরিজিতের এই পতনের জন্য দায়ী সালমান! নাকি অরিজিতের ভাগ্যই!
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৬-০৮-২০১৬ইং/শফিক রোমান