muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

পদ্মায় নৌকাডুবি : নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর পদ্মায় চর মাঝারদিয়ারে রোববার (১ সেপ্টেম্বর) নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে প্রথমে চর খানপুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে রাত তিনটার দিকে আরও দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের মরদেহও উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)। তারা সবাই চর মাঝারদিয়ারের বাসিন্দা।

এর আগে রোববার রাত ৮টার দিকে পদ্মা নদী দিয়ে দুটি ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন।

এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে ১টি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে নদীর পাড়ে আসতে পারলেও ৪ জন নিখোঁজ হন।

Tags: