মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ
দেশের জন্য ক্ষতিকর সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জাতীয় প্রেসক্লাবে সোমবার সন্ধ্যায় বৃহত্তর ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারন সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘দেশের জন্য ক্ষতিকর সংবাদ পরিবেশন করবেন না। এতে সরকারের অনেক উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়।এ ব্যাপারে সাংবাদিকদের দায়িত্ববান হওয়ার পরামর্র্শ দেন তিনি।
দেশে জঙ্গি হামলাকারীরা বিদেশি, না দেশি বলে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘মানুষের রগ কেটে, আগুনে পুড়িয়ে জনপ্রিয়তা হারিয়ে জেএমবি, আনসারুল্লাহ, হুজি বিভিন্ন নামে আত্মপ্রকাশ করেছে। তাদের শেকড়ে টান দিলেই পাওয়া যাবে হোতাদের ঠিকানা
সাধারণ সভায় আরও বক্তব্য দেন- সংসদ সদস্য এ্যাড. সানজিদা খানম, বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফরিদ হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।