মোকারিম হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও মফস্বল প্রভাতী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান (৫৯) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
০৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার ) বিকাল ৫.১০ মিনিটে রাজধানীর লিনা এয়ার লাইন্স হাসপাতালে লাইফসার্পোট থাকাবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন।
মিজানুর রহমান মিজান মৃত্যু কালে বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুইকন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে মফস্বল প্রভাতী বিদ্যা পীঠের প্রাক্তন শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেন।
শুক্রবার বাদ জুমা তারাকান্দি বাজার ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।