muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

রিমান্ডে অসুস্থ শাজাহান খান, পাঠানো হলো কারাগারে

রিমান্ডে অসুস্থ শাজাহান খান, পাঠানো হলো কারাগারে

রাজধানীর ধানমন্ডি থানায় করা এক হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান রিমান্ডে অসুস্থ হওয়ায়, তা শেষ না করেই তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রোববার (৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ডে থাকা অবস্থায় শাজাহান খান অসুস্থ হয়ে পড়লে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মো. খোকন মিয়া।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে কিশোর আব্দুল মোতালিব হত্যার মামলায় গত শুক্রবার শাজাহান খানকে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

আওয়ামী লীগের সাবেক এই এমপিকে গত বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে জিগাতলায় মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

মামলা সূত্র থেকে জানা যায়, ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় শাজাহানকে ২৩ নম্বর আসামি। এছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০/৩০০ জনকে আসামি করা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। তিনি ১৯৮৬ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

একই আসন থেকে পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Tags: