muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মানবপাচারে জড়িত গডফাদারদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

kamal- home minister
মুক্তিযোদ্ধার কন্ঠঃ মানবপাচারে জড়িত গডফাদারদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। অপরদিকে পাচার রোধে মায়ানমারের অরক্ষিত আড়াইশ কিলোমিটার সীমান্তে বিজিবি মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া কক্সবাজারের মায়ানমার সীমান্তকে আরও সুরক্ষিত করতে সরকারিভাবে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল জানান, মানবপাচার রোধে সমুদ্রে মাছ ধরার জেলেদের আলাদাভাবে পরিচয়পত্র দেওয়া হবে। মালামাল পরিবহনের জন্য ট্রলারগুলোতেও থাকবে আলাদা নম্বরপ্লেট। সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যারা সাগরে ভাসমান তারা সবাই বাংলাদেশি নয়। বাংলাদেশি থাকলেও অল্পসংখ্যক। এছাড়া সমুদ্রে ভাসমান আটকা পড়া ট্রলারের মধ্যে বাংলাদেশের কোনো ট্রলার নেই।

১৯ মে ২০১৫/ এম ইউ

Tags: