muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

শাহরুখ-কাজলের রোমান্স

বিনোদন ডেস্ক : সিনেমার পর্দায় শাহরুখ খান এবং কাজলের রোমান্স দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। রিয়েল লাইফে তাদের রোমান্স করতে দেখা গেলেও বাস্তব জীবনে তারা খুব ভালো বন্ধু।

বাজিগর সিনেমায় প্রথম তাদের বন্ধুত্ব হয়। এরপর তারা একসঙ্গে করন-অর্জুনদিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খান এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

কিন্তু সবার হয়তো জানা নেই, তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের শুরুটা কিন্তু মোটেও ভালো ছিল না।

এক সাক্ষাৎকারে নিজেদের বন্ধুত্বের গল্প জানিয়েছেন শাহরুখ-কাজল। তাদের বন্ধুত্বের গল্প বলতে গিয়ে শাহরুখ বলেন, “যখন আমি তার সঙ্গে বাজিগর সিনেমার কাজ করছিলাম, তখন আমির খান আমাকে তার ব্যাপারে জিজ্ঞেস করেছিল, কারণ সে তার সঙ্গে অভিনয় করতে চাইছিল। আমি তাকে একটি মেসেজ পাঠিয়েছিলাম সেখানে লিখেছিলাম, ‘খুব খারাপ, কোনো ফোকাস নেই। তুমি তার সঙ্গে কাজ করতে পারবে না।’ এরপর সন্ধ্যায় অবশ্য আমি আমিরকে ফোন করে বলেছিলাম, ‘আমি জানি না বিষয়টি কী, কিন্তু পর্দায় সে ম্যাজিক্যাল।”

এরপর যখন কাজল শাহরুখের সঙ্গে তার বন্ধুত্বের কথা স্মৃতিচারণ করেন তখন তিনি বলেন, “আমার মনে পড়ে শুটিং সেটে শাহরুখ এবং অন্যান্য অভিনয়শিল্পীরা খুব মজা করত। আমি তখন তার মেকআপম্যানের সঙ্গে মারাঠিতে বকবক করতাম। আমার কথা শুনে তারা বলত, ‘তার কণ্ঠ আমাদের মাথা ভেদ করে যাচ্ছে।’ এরপর শাহরুখ খুব ক্ষেপে গিয়ে বলেছিল, ‘বকবক বন্ধ কর।’ সেখান থেকে আমাদের বন্ধুত্ব শুরু।”

কাজলের কথার সঙ্গে এ বিষয়ে শাহরুখ কিছুটা যোগ করে বলেন, “আমি ব্যক্তিগত জীবনে খুব বেশি কথা বলি না। যখন বেশি কথার বিষয়টি আসে তখন কাজল সবাইকে ছাড়িয়ে যায়। আমি এখনো তাকে বলি, ‘বকবক বন্ধ কর।”

গত বিশ বছরে তাদের বন্ধুত্বের কোনো পরিবর্তন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কাজল বলেছিলেন, ‘মনে হয় কিছুটা পরিবর্তন হয়েছে। আমি এখন খুব বেশি কথা বলি না। আমরা এখন ভালো অভিনয়শিল্পী এবং মানুষ হিসেবেও পরিণত হয়েছি। আমি সব সময়ই বলি সে এখনকার সময়ের সবচেয়ে ভালো অভিনেতা। তার সঙ্গে অভিনয় করাটা খুব আনন্দের।’

কাজল তার ছেলেমেয়েদের জন্য অনুপ্রেরণা জানিয়ে শাহরুখ বলেন, ‘কাজল কৌশলগত অভিনেত্রী নয়। সে একজন সৎ অভিনেত্রী এবং তার মধ্যে অসাধারণ গুণ রয়েছে। আমার মেয়ে অভিনেত্রী হতে চায় এবং আমি চাই তার মধ্যে এই গুণগুলো থাকুক। আমি কাজলের কাছ থেকে বিষয়টি শিখতে চাই। আমি বিষয়টি ব্যাখ্যা করতে পারব না, তবে পর্দায় সে সবসময়ই অসাধারণ।’

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /০৮-০৮-২০১৬ইং/শফিক রোমান

 

Tags: