muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

সবার শীর্ষে অ্যান্ডারসন

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা বেলার হয়েছিলেন জেমস অ্যান্ডারসন। কয়েদিন আগে তাকে হটিয়ে শীর্ষ স্থানটি দখলে নেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আবারও টেস্ট বোলিংয়ে শীর্ষ স্থানটি পুনরুদ্ধার করেছেন ইংলিশ এই পেসার।

ঘরের মাঠে এজবাস্টন টেস্টে ১৪১ রানে জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্সের মধ্য দিয়ে টেস্ট র‌্যাঙ্কিয়ের শীর্ষে উঠেছেন অ্যান্ডারসন।

এজবাস্টন টেস্টে মাঠে নামার আগে ভারতের অশ্বিনের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে ছিলেন অ্যান্ডারসন। কিন্ত এই টেস্টে সাফল্যের মধ্য দিয়ে অশ্বিনের সঙ্গে ১২ পয়েন্ট ব্যবধান গড়েছেন তিনি । শীর্ষে উঠতে এই ম্যাচে চার উইকেট পান অ্যান্ডারসন। ফলে ছয় সপ্তাহের মধ্যে দুইবার টেস্টের সেরা বোলার হলেন ইংলিশ এই পেসার। এর আগে চেস্টার লি স্ট্রিটে শ্রীলংঙ্কার বিপক্ষে নয় উইকেটের জয়ে আটটি উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। ওই সাফল্যে গত ৩১ মে প্রথমবারের মতো টেস্টের সেরা বোলার হন তিনি।

সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী ৮৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অ্যান্ডারসন। দ্বিতীয় স্থানে থাকা অশ্বিনের ভান্ডারে রয়েছে ৮৬৯ পয়েন্ট। ৮৫৪ পয়েন্ট নিয়ে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। ৬১৪ পয়েন্ট নিয়ে টেস্টে বোলিংয়ে আগের ১৭তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /০৮-০৮-২০১৬ইং/শফিক রোমান

 

Tags: