muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

পাঁচ মাস পর মাঠে ফেরার সুযোগ পেলেন নারী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্কঃ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে বসে আছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা। পাঁচ মাস পর মাঠে ফেরার সুযোগ পেলেন টাইগ্রেসরা।

 

আয়ারল্যান্ড সফরের প্রাথমিক ক্যাম্প বুধবার থেকে শুরু হবে। ২২ ক্রিকেটারকে ক্যাম্পে ডেকেছে বিসিবি। বুধবার সকাল দশটায় ফিটনেস ট্রেনিং দিয়ে ক্যাম্প শুরু হবে। মঙ্গলবার ক্রীড়া পল্লীতে নারী ক্রিকেটাররা রিপোর্টিং করেছেন।

 

প্রথম দুদিন হবে ফিটনেস ক্যাম্প ও ফিল্ডিং অনুশীলন। এরপর ইনডোরে ব্যাটিং ও বোলিং অনুশীলন শুরু হবে। নিজেদের মধ্যে ৪৫ ওভারের দুটি অনুশীলন ম্যাচও খেলবেন সালমা, শুকতারারা। ১৫ ও ২২ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী ২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

 

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা : সানজিদা ইসলাম (ময়না), আয়েশা রহমান (শুকতারা), ফারজানা হক (পিংকি), লতা মন্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, শারমীন আক্তার সুপ্তা, শায়লা শারমীন, সালমা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কুবরা, সুরাইয়া আজমিন, শামীমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস, হ্যাপি আলম, সুলতানা খাতুন, মুনতাহানা হাসনাত ও সুমানা আক্তার।

Tags: