আজ আছি কাল নেই কিসের এতো ভাবনা, না পাওয়ার কষ্ট দূরেই পরে থাকনা।
হাসি গানে সারা বেলা হয়ে যাক পার, সুখের স্বপ্ন গুলো দেখি বার বার।
শৈশব থেকে এখন অবধি, যা কিছু সুন্দর তাই মনে রাখি। ভুলে যাই যত আছে দুঃখ গ্লানি , আগামী টা সুন্দর হোক এই দোয়া কামি।
Tags: