muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বগুড়ায় দুইজনকে কুপিয়ে হত্যা

বগুড়ায় দুইজনকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের হামলায় একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ওরফে টোকাই সাগর ও তার সহযোগী স্বপন নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের দুজনকেই কুপিয়ে হত্যা করা হয়েছে।

শাজাহানপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত সাগরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ হাফ ডজন মামলা রয়েছে। সে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

তিনি আরও বলেন, পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Tags: