দখলদার ইসরায়েলে মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান। দেশটির চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ, হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া এবং তাদের কমান্ডার নিলফোরসানকে হত্যার জবাবে ইসরায়েলে মিসাইল ছোড়া হয়েছে।
আইআরজিসি সতর্কতা দিয়ে বলেছে, দখলদার ইসরায়েল যদি মিসাইল হামলার জবাবে ইরানে কোনো হামলা চালায় তাহলে আরও মিসাইল ছোড়া হবে।
এ ব্যাপারে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, “শহীদ হানিয়া, সাইদ হাসান নাসরুল্লাহ এবং শহীদ নিলফোরসানের হত্যার জবাবে আমরা দখলদারদের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছি।”
“যদি ইহুদিবাদী সরকার (ইসরায়েল) ইরানের অভিযানে প্রতিক্রিয়া দেখায়। তাহলে তারা বিপর্যয়কর হামলার মুখে পড়বে।”