হবিগঞ্জের লাখাই উপজেলায় ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রউফ মিয়ার ছেলে ফরাজ মিয়া (৩০) ও রহমত আলীর ছেলে জমশেদ মিয়া (৩৫)।
লাখাই থানার ওসি মো. বন্দে আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সন্ধ্যায় হাওড় থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ ও জমসেদ। তখন ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে তাদের উপর পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। তাদেরকে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Tags: