মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ
একটি স্বপ্নের পৃথিবী চাই
জামাল উদ্দিন আহমেদ
আমি একটি স্বপ্নের পৃথিবী চাই
যেখানে ফুলের বাগানে
মধু চোর মধু লুটবে
গাইবে পাখি সু-মিষ্টি গান
বয়বে বাতাস
অহোরাত্র চিরদিন
যেখানে সবার মুখে ফুটবে হাসি
হাসিতে হাসিতে ঝরবে
মুখে কথার ফুল ঝুরি
থাকবেনা কোন দানবের ভয়
থাকবেনা কোন ভেদাভেদ
মানুষে মানুষে
মনের ক্লেশ
ভালবাসার কমল ছোঁয়ায়
ভরে উঠবে সবার আড়ালে
সবার প্রাণ
একে বাঁধনে বন্ধন হয়ে
বিনী সুতায় মালা গেঁথে
জড়িয়ে রবো সবাই
সারাটি জীবন
আমাদের এই মিলন দেখে
হাসবে প্রভু দূর আকাশ থেকে
আপন মনে ॥
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৩-০৮-২০১৬ইং/ অর্থ
Tags: