স্পোর্টস ডেস্কঃ অলিম্পিক ফুটবলে একটি মাত্র সোনা চাই ব্রাজিলের। ঘরের মাঠের আসরে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে ওই পদক জিততে মরিয়া সেলেকাওরা। কিন্তু চলমান আসরটিতে প্রত্যাশা মতো এখনো নিজেকে মেলে ধরতে পারেননি স্বাগতিক শিবিরের সেরা তারকা নেইমার। তাতে কী? বার্সেলোনা ফরোয়ার্ড একাদশে থাকাই তো বাড়তি প্রেরণা!
সম্প্রতি ব্রাজিল শিবিরে যোগ হয়েছিল ‘দুঃসংবাদ’। ডান পায়ের আঙ্কেলে ইনজুরিতে পড়েন নেইমার। ভাগ্যিস, রিপোর্ট তেমন খারাপ কিছু বলেনি। নইলে বিশ্বকাপের মতো বাজে পরিস্থিতিই হয়তো শুরু হয়ে যেত ব্রাজিল দলে!
আগামীকাল সকাল ৭টায় (বাংলাদেশ সময়) কোয়ার্টার ফাইনালের খেলায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। কিছুটা ইনজুরি থাকলেও ওই ম্যাচে নেইমারকে খেলানো হবে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ব্রাজিলের ভক্তদের মাঝে ভয় ছিল, এবারও বুঝি টুর্নামেন্ট থেকে ছিটকে যান নেইমার। কারণ, সাও পাওলেতে অনুশীলনের সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। আঙ্গুলটা মুড়িয়ে রাখা হয়েছিল। তবে পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, নেইমারের ডান পায়ের অ্যাঙ্কেলের ইনজুরি তেমন গুরুতর নয়। সামান্য ইনজুরি থাকলেও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন নেইমার।’
প্রসঙ্গত, গ্রুপপর্বের প্রথম দুটি ম্যাচে ড্র করার পর শেষটা অবশ্য ভালো ছিল ব্রাজিলের। গ্যাব্রিয়াল বারবোসার জোড়া গোলে ডেনমার্ককে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টারের টিকিট পায় স্বাগতিকরা। এখন সামনে এগিয়ে যাওয়ার পালা! দেখা যাক কতদূর যেতে পারেন নেইমাররা।