muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কুষ্টিয়ায় বজ্রপাতে তিন কৃষকসহ চারজনের মৃত্যু

কুষ্টিয়ায় বজ্রপাতে তিন কৃষকসহ চারজনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাতে উপজেলার হোসেনাবাদ এলাকার মাঠে তিনজন কৃষক ও পার্শ্ববর্তী ফারাকপুর বটতলা এলাকায় একজন গৃহিণী মারা গেছেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- হোসেনাবাদ এলাকার কৃষক নিজাম, তরিকুল ও আওলাদ এবং পার্শ্ববর্তী ফারাকপুর বটতলা এলাকার গৃহিণী জহুরা খাতুন।

দৌলতপুর থানা পুলিশের ওসি মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় মাঠে তিনজন কৃষক কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। একই সময় পার্শ্ববর্তী এলাকায় জহুরা খাতুন নামের এক গৃহিণী মারা গেছেন। বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তারা কাজ করছেন।

Tags: