muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সীমান্ত হত্যার বিচার চেয়ে ভারতীয় হাইকমিশনে বাংলাদেশের চিঠি

সীমান্ত হত্যার বিচার চেয়ে ভারতীয় হাইকমিশনে বাংলাদেশের চিঠি

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতীয় হাইকমিশনে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে সীমান্ত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে আগের সব সীমান্ত হত্যার ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) কুমিল্লার মো. কামাল হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এ চিঠি দেয়া হয়। এর আগে গত ৭ অক্টোবর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্তে বিএসএফের গুলিতে তিনি প্রাণ হারান। ওই দিন সন্ধ্যায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা বাংলাদেশি নাগরিক মো. কামাল হোসেন নিহতের ঘটনায় ভারত সরকারের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিতে লিখেছে, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের অব্যাহত আশ্বাসের পরও বিএসএফের হাতে এ ঘটনার পুনরাবৃত্তিতে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে।

বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযাচিত। এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের সীমান্তরক্ষীদের জন্য বাংলাদেশ-ভারত যৌথ নির্দেশিকা-১৯৭৫–এর লঙ্ঘন। বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সব সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা করার পাশাপাশি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের হাতে ২৯৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। অথচ ২০১৮ সালের এপ্রিলে একটি দ্বিপাক্ষিক চুক্তিতে সীমান্ত অতিক্রমের ঘটনায় প্রাণঘাতী অস্ত্রের ব্যাবহার না করার বিষয়ে উভয় দেশ একমত হয়।

Tags: