muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

তামিম ও মুশফিক এবারও ফরচুন বরিশালে

তামিম ও মুশফিক এবারও ফরচুন বরিশালে

তারা দুজন গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একই দলে খেলেছেন। পাশাপাশি প্রিমিয়ার ক্রিকেট লিগেও তামিম ইকবাল আর মুশফিকুর রহিম ছিলেন একই দলের সদস্য।

বিপিএলের সামনের আসরেও তামিম আর মুশফিক দল পাল্টাবেন না। এ দুজনার এবারের ঠিকানা আগের মতোই ফরচুন বরিশাল।

শনিবার রাতে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই দলে সরাসরি সই করা ক্রিকেটার হলেন তাওহিদ হৃদয়।

আগামী সোমবার বিপিএল ২০২৪-২৫ মৌসুমের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

Tags: