muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

শিশুদেরকে সুস্থ পরিবেশ দিলেই সমাজ সন্ত্রাসমুক্ত হবে : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি

মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ

আজ ১৪ আগস্ট বঙ্গবন্ধু হত্যার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ, কে, এম লিয়াকত হোসাইন মানিক স্মৃতি সংসদ, কিশোরগঞ্জ-এর উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের দুই বারের এমপি প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক, প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খান, সাবেক সভাপতি এ, কে, এম নাছিম খান, বিশিষ্ট চিন্তাবিদ এম এ কাইয়ুম, নব প্রজন্মের মুক্ত চিন্তাবিদ মনোয়ার হোসাইন রনিসহ উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, ছড়াকার, কবি ও শিশুদের অভিভাবকবৃন্দ।

প্রতিযোগিতায় ক ও খ বিভাগে ৩ জন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সহ মোট ৬টি ও সকল প্রতিযোগীকে সান্তনা পুরষ্কার দেওয়া হয়।

এসময় বক্তারা বলেন বর্তমান সামাজিক অবস্থা ও মানসিক নৈতিক অধিকার বিলুপ্ত প্রায়। এ নৈতিক চিন্তাকে জাগ্রত করতে হলে শিশুকে সুস্থ চিন্তার দিকে মনোনিবেশ করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি চিত্রাঙ্কন, ধর্মীয় শিক্ষা, সামাজিকতা ও মানবসেবামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাহলেই আগামী প্রজন্মে সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ কোনো স্থান পাবে না। এরজন্য মনোয়ার হোসাইন রনির মতো সচেতন নাগরিকদেরকে নিজ দায়িত্বে এগিয়ে আসতে হবে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-০৮-২০১৬ইং/ অর্থ 

Tags: