muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দেশকে স্বাধীন করাই ছিল বঙ্গবন্ধুর জীবনের লক্ষ্য

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : বাঙালির হাজার বছরের ইতিহাসে এমন আরেকজন মহান নেতার আর্বিভাব ঘটেনি। বঙ্গবন্ধুর জীবনসাধনাই ছিল- বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি।’

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

রোববার বিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রহমান।

বিইউর ইংরেজি বিভাগের শিক্ষক শেখ আলাউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিইউর কোষাধ্যক্ষ কামরুল হাসান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোস্তফা কামালউদ্দিন, ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, গণিত বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ারুল হক শরীফ, আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান স্থপতি বিকাশ সাউদ আনসারী, ছাত্রছাত্রীদের পক্ষে বিবিএ বিভাগের ছাত্র ইমরান এবং আইন বিভাগের ছাত্র মো. রায়হান প্রমুখ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, ‘জাতির জনকের আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলাদেশ বিনির্মাণে সবার কাজ করা দরকার। জাতির পিতার আদর্শ আমাদের কাজের অনুপ্রেরণা। এ আদর্শকে ধারণ করে আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে।’

আলোচনা সভা শেষে জাতির পিতাসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

Tags: