আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ( জাতীয় শোক দিবস) উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় কর্মসূচীর আলোকে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন। কর্মসূচীতে ছিল সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা হয়।
সকাল ৬.৩০ মিনিটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ড প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। জেলা প্রশাসক মো: আজিমুদ্দিন বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো; জিল্লুর রহমান, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো: আসাদ উল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠন পুষ্পকস্তবক অর্পন করেন। সকাল ৯ টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম হতে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি গৌরাঙ্গ বাজার হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনায় মিলিত হয়। জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মো. কামরুল আহসান, সাধারণ সম্পাদক এম.এ আফজল, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, পিপিএড শাহ্ আজিজুল হক, শিক্ষাবীদ প্রফেসর রফিকুল ইসলাম খান, কিশোরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি কাজী শাহীন খানসহ অন্যান্য বক্তাগন আলোচনা করেন। দুপুরে কিশোরগঞ্জ কালেক্টর প্রাঙ্গনে শিশুদের আলোচনা সভা, চিত্রাংকণ, রচনা, হামদ ও নাত প্রতিযোগীতার আয়োজন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শিত হয়। জাতীয় নিত্য শিল্পি উপমা বসাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল, প্রফেসর প্রাণেশ কুমার চৌধুরী। বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ আবু খালেদ খান পাঠান, শিক্ষাবীদ মিসেস খালেদা ইসলাম উরফে বড় আপা, সাবেক ছাত্র নেতা জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাকাউদ্দিন আহম্মাদ রাজন, নারীনেত্রী কুহিনূর আফজল, শিশু বিষয়ক কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ। পরে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, হামদ, নাদ ও রচনা প্রতিযোগীতা এবং মিলাদ মাহফিল ও সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির-গীজায় ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। বাদ আছর কিশোরগঞ্জ কালেক্টরেট জামে মসজিদ এবং পুরাতন জজ কোর্ট আদালত জামে মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। এদিকে সুবিধা জনক সময়ে কিশোরগঞ্জ কালীবাড়ী মন্দিরে বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়।
অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মু. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বের এতে প্রধান অতিথি জেলা প্রশাসক মু. আজিমুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাজাহান, যুগ্ম সম্পাক আশফাকুল ইসলাম টিটু। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) তরফদার মোঃ আক্তার জামিলসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকবৃন্দ।