কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাদৎ মো. সায়েমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে করিমগঞ্জ থানার পুলিশ তাকে ইউনিয়নের কাইখুর্দিয়া মোড় থেকে গ্রেপ্তার করে। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। চেয়ারম্যান সায়েম করিমগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর সশস্ত্র হামলা চালানো হয়, যেখানে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন। এই ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়, যেখানে চেয়ারম্যান সায়েম একজন এজহারভুক্ত আসামি হিসেবে উল্লেখিত রয়েছেন। হামলার ঘটনায় সায়েমের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, এবং পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।
এছাড়াও দুর্নীতি দমন কমিশনে চেয়ারম্যান সায়েমের বিরুদ্ধে পরিষদের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা এবং স্বজনপ্রীতির অভিযোগ উত্থাপন করেছেন ইউনিয়নের কয়েকজন সদস্য। অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেও ইউপি সদস্যরা কোন প্রতিকার পাননি; বরং অভিযোগ রয়েছে, সায়েম দলীয় প্রভাব ও প্রশাসনকে ম্যানেজ করে এসব থেকে পার পেয়ে আসছিলেন।